Site icon Jamuna Television

টেকনাফে পাহাড় থেকে অপহৃত দুই শিশুসহ উদ্ধার ১১

কক্সবাজারের টেকনাফ উপজেলার আলী খালী পাহাড়ে অভিযান চালিয়ে অপহৃত দুই শিশু ও নয়জন নারীকে উদ্ধার করেছে যৌথবাহিনী। মঙ্গলবার (৪ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

ভুক্তভোগীদের পরিবারের অভিযোগ, একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্র ও বন্দুক ঠেকিয়ে শিশুসহ ১১ জনকে নিজেদের বাড়ি থেকে তুলে নিয়ে যায়। এরপর থেকে তাদের আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

এই অভিযোগের ভিত্তিতে কক্সবাজারের টেকনাফের হ্নীলা আলী খালী গহীন পাহাড়ে যৌথ অভিযান পরিচালনা করে নৌবাহিনী ও পুলিশ। অভিযানে গহীন পাহাড়ের বেশ কয়েকটি স্থান থেকে অপহৃত ৯ নারী ও ২ শিশুকে উদ্ধার করা হয়। এ সময় উপস্থিতি টের পেয়ে অপহরণকারী চক্রটি পালিয়ে যায় বলে জানায় যৌথবাহিনী। পরে উদ্ধারকৃতদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

/আরএইচ

Exit mobile version