Site icon Jamuna Television

প্রকাশিত হলো এম এম বাদশাহ্’র ‘নিষিদ্ধ সত্য’

প্রকাশিত হয়েছে সাংবাদিক এম এম বাদশাহ্’র বই ‘নিষিদ্ধ সত্য’। বইটি অমর একুশে বইমেলা ২০২৫-এ বর্ষা দুপুর থেকে প্রকাশিত হয়েছে।

বইটির ফ্ল্যাপে লেখা রয়েছে– পত্রিকা, টেলিভিশন বা রেডিওতে প্রকাশিত-প্রচারিত রিপোর্টের পেছনে থেকে যায় হাজারও অপ্রকাশিত শব্দ। যা গল্প হয়ে জমা থাকে রিপোর্টারের একান্তই নিজের থলিতে। এমন সব মাঠ রিপোর্টিংয়ের পেছনের গল্প তুলে ধরা হয়েছে সিনিয়র সাংবাদিক ও বাংলা টিভির চিফ নিউজ এডিটর (সিএনই) এমএম বাদশাহ্‘র লেখা ‘নিষিদ্ধ সত্য’ বইয়ের পাতায়।

বর্ষা দুপুরের প্রকাশক মাশফিক তন্ময় বলেন, সাংবাদিকদের অপ্রকাশিত গল্প জানতে পাঠকদের আগ্রহ বেড়েছে অনেক। যার অনেকটা আশা পূরণ করবে ‘নিষিদ্ধ সত্য’ বই।

বইটির প্রচ্ছদ করেছেন হিমেল হক। শুভেচ্ছা মূল্য রাখা হয়েছে ২৭০ টাকা। বর্ষা দুপুরের ফেসবুক পেজ অথবা বিভিন্ন অনলাইন বুকশপ থেকে পাওয়া যাবে বইটি।

/এএম

Exit mobile version