Site icon Jamuna Television

মাদ্রিদ ডার্বি রিয়ালের

রিয়াল মাদ্রিদ ২ : ১ অ্যাটলেটিকো মাদ্রিদ

মাদ্রিদ ডার্বি! উয়েফা চ্যাম্পিয়নস লিগ শেষ ষোলোর প্রথম লেগে রোমাঞ্চকর ম্যাচে অ্যাটলেটিকো মাদ্রিদকে ২-১ গোলে হারিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। এর এই জয়ের মধ্য দিয়ে প্রথম লেগে জয় নিয়ে এগিয়ে রয়েছে রিয়াল।

নিজেদের মাঠ সান্টিয়াগো বার্নাবুতে ম্যাচ হওয়ার কারণে বেশ ফুরফুরে মেজাজে ছিলো লস ব্লাঙ্কোসরা। ম্যাচের মাত্র ৪ মিনিট। দর্শকরা তখনও সিটে ঠিকঠাকভাবে বসেনি। এমন সময় রিয়ালের হয়ে প্রথম স্ট্রাইক করেন ব্রাজিলিয়ান রদ্রিগো।  মাঝমাঠ থেকে ফেদে ভালভের্দের থ্রু পাসে অ্যাটলেটিকোর তিনজন ডিফেন্ডারকে ড্রিবল করে বাম পায়ে সট দিয়ে দারুণ এক গোল করেন ব্রাজিলিয়াণ এই তারকা ফুটবলার।

এরপর ম্যাচের ৩১তম মিনিট। সবকিছু যখন ঠিক চলছিলো রিয়ালের জন্য, ঠিক তখনই ফ্রেঞ্চ তারকা কামাভিঙ্গাকে ডস দিয়ে দারুণ এক সটে অ্যাটলেটিকো সামতায় ফেরান আর্জেন্টাইন ফরোয়ার্ড আলভারেজ। এবারের চ্যাম্পিয়নস লিগে এটি আলভারেজের সপ্তম এবং সব প্রতিযোগিতা মিলিয়ে ২২তম গোল।

প্রথমার্ধ ১-১ সমতায় শেষ হয়। এরপর ম্যাচের ৫৫ মিনিটে গোল পেয়ে যায় রিয়াল মাদ্রিদ। এবারের গোলের রুপুকার দিয়াজ। অ্যাটলেটিকো পাঁচ ডিফেন্ডার গিমিনেজ, সিমিওনি, পাবলো বারিওস-লরেন্তে ও ক্লেমেন্ট লেংলেটকে বোকা বানিয়ে দূরের পোস্টে শট নিয়ে বল জালে জড়িয়ে দেন দিয়াজ। 

আর এই গোলের মধ্য দিয়ে ২-১ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে গ্যালাক্টিকোরা। আগামী সপ্তাহের বুধবার (১৩ মার্চ) রাত ২টায় ফিরতি লেগে অ্যাটলেটিকোর মাঠে মুখোমুখি হবে দু’দল।

/এআই

Exit mobile version