Site icon Jamuna Television

ঈদের কেনাকাটায় বিকল্প নেই পাঞ্জাবির, নতুন ডিজাইনে প্রাধান্য ব্র্যান্ড শপগুলোর

আর তা যদি হয় ঈদের দিন, তাহলে পাঞ্জাবির বিকল্প নেই। তাই সব বয়সের পুরুষদের কথা মাথায় রেখেই নতুন ডিজাইন আর গরমকে প্রাধান্য দিয়ে পসরা সাজিয়ে বসেছে ব্র্যান্ড শপগুলো। পিছিয়ে নেই অন্যান্য বিপণী বিতানগুলোও। দামের কিছুটা তারতম্য থাকলেও সব শ্রেণীর মানুষের জন্যই আছে নান্দনিক পাঞ্জাবি।

বাঙালি পুরুষদেরকে কী উপহার দেয়া যায় সেসব নিয়ে যারা দ্বিধায় ভোগেন তাদেরও প্রথম পছন্দ এই পাঞ্জাবি। আর তা যদি হয় ঈদের দিন, তাহলে পাঞ্জাবির বিকল্প নেই। তাই ঈদকে সামনে রেখে বাহারি ডিজাইনের নতুন কালেকশন নিয়ে হাজির ব্র্যান্ড শপগুলো।

চলছে বসন্ত মাস। সেই সাথে রোদের প্রকোপও রয়েছে। তাই, দেখতে সুন্দর আর পরতে আরাম এমন কাপড়কেই দেয়া হচ্ছে প্রাধান্য। ঈদকে সামনে রেখে পরিবারের নানান বয়সী সদস্যদের চাহিদার কথা মাথায় রেখেই ক্রেতারা করছেন কেনাকাটা।

তবে, বাজেট যাদের কম, তাদের জন্য রাজধানীর নিউ মার্কেট, চন্দ্রিমা মার্কেট কিংবা গাউছিয়া হতে পারে ভালো বিকল্প। পপকর্ন, চিনিগুঁড়া, ভাঙচুর— এমন বিচিত্র সব নামে ও ডিজাইনে নতুন পাঞ্জাবির পসরা সাজানো হয়েছে সেখানে। এখানেও সব বয়সী ক্রেতাদের কথা মাথায় রাখা হয়েছে। এছাড়াও পাঞ্জাবির কাপড় নিয়ে গরম আবহাওয়ার কথা মাথায় রেখে নতুন কালেকশন আনছে শোরুমগুলো।

নান্দনিক এসব পাঞ্জাবির দাম হাঁকানো হচ্ছে এক হাজার থেকে আড়াই হাজারের মধ্যে। তবে, যারা অভিজ্ঞ ক্রেতা, তাদের জন্য দামটা আরও কম হতে পারে।

ঈদের দিন সব শ্রেণির মানুষ নতুন জামা পরে একই ঈদগাহে পড়বে নামাজ, থাকবে না কোনো ভেদাভেদ; এমনটাই প্রত্যাশা সবার।

/এআই

Exit mobile version