Site icon Jamuna Television

সিলেট-ঢাকাসহ বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

প্রতীকী ছবি।

সিলেট-ঢাকাসহ বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। বুধবার (৫ মার্চ) বেলা সাড়ে ১১টার পরপর এই ভূমিকম্প হয়েছে। 

ভূমিকম্প পরিমাপক সংস্থা ইউএসজিএস এর তথ্য, ভূমিকম্পের উৎপত্তিস্থল ভারতের মনিপুরের ইয়ায়রিপকে। যেটি সিলেট থেকে প্রায় ৪০০ কিলোমিটার দূরে। উৎপত্তিস্থলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৬।

ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষতির তথ্য পাওয়া যায়নি। এ নিয়ে গত ১০ দিনে ৪ বার দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হলো।

এদিকে, সিলেটে এক সপ্তাহের ব্যবধানে দ্বিতীয় দফা ভূমিকম্প অনুভূত হলো। এর আগে ২৬ ফেব্রুয়ারি দিবাগত রাত ২টা ৫৫ মিনিটে সিলেট কেঁপে ওঠে। ভূমিকম্পে সিলেটে ক্ষয়ক্ষতির কোনো তথ্য প্রাথমিকভাবে পাওয়া যায়নি।

/এআই

Exit mobile version