Site icon Jamuna Television

আগুনে পুড়লো কলাতলী বীচের ৬টি দোকান

কক্সবাজার শহরের কলাতলী বীচ এলাকায় ফেস্টিভ্যাল বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

বুধবার (৫ মার্চ) সকালে ফেস্টিভ্যাল মার্কেট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের চেষ্টায় ১ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

প্রত্যক্ষদর্শী জানায়, রমজান মাস হওয়ায় সেহেরি খাওয়ার পর সবাই ঘুমিয়ে পড়ে। এ অবস্থায় দোকানে কেউ ছিলেন না। কিন্তু আগুন লাগার পর ব্যবসায়ীরা এসে দেখে দোকানের সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এসব দোকানগুলোতে বেশিরভাগ ছিল কসমেটিক পণ্য, জুতা, আচার ও বিভিন্ন প্রসাধনী সামগ্রী। 

তবে আগুনের তীব্রতা থাকায় কোনো মালামাল বের করারও সুযোগ হয়নি। কারও ১০ লাখ, ২০ লাখ করে প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা দাবি করেছেন। তবে, প্রাথমিকভাবে বিদ্যুতের শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।

/এসআইএন

Exit mobile version