Site icon Jamuna Television

শরীরে লুকিয়ে স্বর্ণ পাচার করতে গিয়ে ধরা দক্ষিণী অভিনেত্রী

দুবাই থেকে স্বর্ণ পাচার করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়েছেন দক্ষিণী অভিনেত্রী রানিয়া রাও। শরীরের বিভিন্ন অংশে এবং পোশাকের মধ্যে লুকিয়ে ১৪.৮ কেজি স্বর্ণ নিয়ে দুবাই থেকে ভারতে ফেরেন তিনি।

সোমবার (৩ মার্চ) রাতে বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়েছে রানিয়া রাওকে।

আগে থেকেই পুলিশের সন্দেহ তালিকায় ছিলেন এই অভিনেত্রী। জানা যায়, ১৫ দিনের মধ্যে ৪ বার দুবাই ভ্রমণ করেন এই অভিনেত্রী। আর তাতেই গোয়েন্দাদের সন্দেহের তালিকায় পড়ে যান তিনি।

অভিনেত্রীর স্বামীও তার সঙ্গে দুবাইয়ে যেতেন, কিন্তু দুবাইয়ে অভিনেত্রী পরিবারের কোনও সদস্য নেই, সেখানে তার ব্যবসাও নেই, তাহলে কেন বারবার তিনি দুবাই যাচ্ছেন তাও আবার এত কম সময়ে? এখানেই শুরু হয় সন্দেহ।

ভারতে নামার পর তিনি নিজেকে কর্নাটকের পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তার মেয়ে বলে দাবি জানিয়েছিলেন। শুধু তাই নয়, দুবাই থেকে ভারতে আসার সময় বিমানবন্দরে কাস্টমস চেক এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন তিনি।

রানিয়া ২০১৪ সালে সুদীপ পরিচালিত কন্নড় সিনেমা ‘মানিক্য’ – এর হাত ধরে চলচ্চিত্র জগতে পদার্পণ করেন।

/এটিএম

Exit mobile version