Site icon Jamuna Television

ইবিতে শেখ পরিবারের নামে থাকা সকল স্থাপনার নাম পরিবর্তন

কুষ্টিয়া করেসপনডেন্ট:

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের নামে থাকা বিভিন্ন হল, একাডেমিক ভবন ও স্থাপনার নাম পরিবর্তন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ২৬৭তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বুধবার (৫ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়। 

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক প্রেরিত পত্র মোতাবেক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর পরিবারের নামে থাকা স্থাপনাগুলোর নাম সিন্ডিকেটের ২৬৭তম সভার সিদ্ধান্ত অনুযায়ী পরিবর্তন করা হলো। 

পরিবর্তিত নামগুলো উল্লেখ্য— শেখ হাসিনা হল থেকে জুলাই–৩৬, শেখ রাসেল হল থেকে শহীদ আনাছ হল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল থেকে শাহ আজিজুর রহমান হল, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হল থেকে উম্মুল মু’মিনীন আয়েশা সিদ্দিকা হল ও ওয়াজেদ মিয়া বিজ্ঞান ভবন থেকে ইবনে সিনা বিজ্ঞান ভবন।

প্রসঙ্গত, গত ২৬ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয় সিন্ডিকেটের ২৬৭তম সাধারণ সভা।

/এমএইচআর

Exit mobile version