Site icon Jamuna Television

সাবেক এমপি এম এ মালেক গ্রেফতার

সাভারে ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ধামরাইয়ের (ঢাকা-২০) সাবেক সংসদ সদস্য এম এ মালেককে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (৫ মার্চ) রাতে তাকে রাজধানীর মিরপুর থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনূর কবির।

তিনি বলেন, আশুলিয়া থানার ছাত্র-জনতা হত্যা মামলার এজাহার ভুক্ত আসামি সাবেক সংসদ এম এ মালেককে আজ রাতে রাজধানীর মিরপুর থেকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আশুলিয়া থানায় চারটি হত্যা মামলা রয়েছে। আগামীকাল রিমান্ড চেয়ে তাকে ঢাকার আদালতে পাঠানো হবে।

উল্লেখ্য, এম এ মালেক ধামরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি। ২০১৪ সালে দশম জাতীয় সংসদে তিনি প্রথমবার সংসদ সদস্য হন। সবশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করলেও আওয়ামী লীগ প্রার্থী বেনজীর আহমদের কাছে পরাজিত হন তিনি।

/এমএইচআর

Exit mobile version