Site icon Jamuna Television

গোলমুখে পিএসজির ২৭টি শটের বিপরীতে ২ শটেই লিভারপুলের জয়

মাঠের খেলায় পুরোটা সময় দেখা গেছে প্যারিস সেন্ট জার্মেই- পিএসজির দাপট। গোলমুখে ২৭টি শট করেছে তারা। তবে গোলকিপার আলিসনের কাছে পরাস্ত তারা। অন্যদিকে খেলা শেষ হওয়ার ঠিক তিন মিনিট আগে হার্ভি এলিয়টের অন টার্গেটে শট, আচমকা গোল! আলিসনের বীরত্বের পর ওই গোলেই চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে জয় নিয়ে ফিরছে ইংলিশ প্রিমিয়ার লিগ ক্লাব।

বুধবার (৫ মার্চ) দিবাগত রাত ২টায় ফ্রান্সের পার্ক দে প্রিন্সেসে স্বাগতিক পিএসজিকে ১-০ গোলে হারিয়েছে লিভারপুল।

ম্যাচের প্রথমার্ধে অফসাইডের কারণে ফরাসি ক্লাবের একটি গোল বাতিল হওয়ার পর থেকে আলিসন গোলমুখে অপ্রতিরোধ্য হয়ে ওঠেন। ব্রাজিলিয়ান এই ‘বাজপাখি’ একের পর এক গোল না ঠেকালে ম্যাচটা প্রথমার্ধেই হেরে যেত লিভারপুল। ৫-৬টি দুর্দান্ত সেভ দিয়েছেন, সব মিলিয়ে ৯টি গোল বাঁচিয়েছেন আলিসন। যা চ্যাম্পিয়নস লিগে কোনো লিভারপুল গোলরক্ষকের সর্বোচ্চ। পাশাপাশি ক্লাবের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে কোনো ব্রাজিলিয়ান গোলরক্ষকেরও সর্বোচ্চ।

তবে ম্যাচের শেষবেলায় এসে আলো সব নিজের দিকে নিয়েছেন এলিয়ট। ৮৬তম মিনিটে মোহাম্মদ সালাহর বদলি হিসেবে নামেন তিনি। নেমেই গোল, অবশ্য এখানেও বড় অবদান আলিসনেরও। উঁচু করে শট নেন তিনি। নুনেস বল নিয়ন্ত্রণে নিয়ে পাস দেন বক্সে, ছুটে গিয়ে শট নেন এলিয়ট। যা গোলরক্ষক ডোনারুম্মার হাতে লেগে জালে জড়ায়। আর উল্লাসে মেতে ওঠে লিভারপুল শিবির।

/এমএইচ

Exit mobile version