Site icon Jamuna Television

বেনফিকার বিপক্ষে ১০ জনের দল নিয়ে বার্সার জয়

রাউন্ড অব সিক্সটিনের প্রথম লেগে বেনফিকাকে ১-০ গোলে হারিয়েছে বার্সেলোনা। গোলরক্ষক স্ট্যান্সনির অসাধারণ দক্ষতায় বুধবার (৫ মার্চ) ১০ জনের দল নিয়েও জয় পেলো স্প্যানিশ জায়ান্টরা।

ঘরের মাঠে ম্যাচের প্রথম মিনিট থেকেই আক্রমণের পসরা সাজায় বেনফিকা। পাল্টা আক্রমণে কম যায়নি বার্সেলোনাও।

২২ মিনিটে ডিফেন্ডার পাউ কুবার্সি লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় তারা। যে সুযোগে একের পর এক আক্রমণ করে বেনফিকা। কিন্তু চীনের প্রাচীর হয়ে দাঁড়ান বার্সা গোলরক্ষক স্ট্যান্সনি।

বিরতির পর বার্সেলোনার হয়ে ডেডলক ভাঙেন রাফিনিয়া। ৬১ মিনিটে দারুণ গতিময় এক শটে ম্যাচে ব্যবধান গড়ে দেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

৮২ মিনিটে বেনফিকা পেনাল্টি পেলেও ভিএআরের সহায়তায় সিদ্ধান্ত পাল্টান রেফারি। পুরো ম্যাচে ৫২ শতাংশ বলের দখল ও গোলমুখে ২৬টি শট নিয়েও সফল হতে পারেনি পর্তুগীজ ক্লাবটি।

বিপরীতে মাত্র ১০টি আক্রমণ করে ম্যাচ জয়ের আনন্দে মাতে বার্সা শিবির। মঙ্গলবার ফিরতি লেগে বেনফিকাকে আতিথ্য দেবে কাতালান জায়ান্টরা।

/এমএইচ

Exit mobile version