Site icon Jamuna Television

ভাষানটেকে বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর ভাষানটেকের বিআরবি বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে ফায়ার সার্ভিসের কর্মীরা। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট একযোগে চেষ্টা চালায়।

বৃহস্পতিবার (৬ মার্চ) সকাল ১১টা ৩৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে সকাল ১১টার দিকে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস।

খবর পেয়ে পনেরো মিনিটের মধ্যে মিরপুর ও কুর্মিটোলা ফায়ার স্টেশন থেকে পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। সেখানে প্রায় আধঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে এখনও নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। এছাড়া আগুনে হতাহত ও ক্ষয়ক্ষতি সম্পর্কেও কিছু জানায়নি ফায়ার সার্ভিস। তবে অগ্নিকাণ্ডের ঘটনায় বেশ কিছু ঘর পুড়ে গেছে।

এরআগে গতকাল বুধবার (৫ মার্চ) দিবাগত রাত ২টার দিকে গাবতলীর ইউরোপিয়ান ইউনিভার্সিটির সামনে শাহজাদপুর বস্তিতে অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিসের ৮টি ইউনিটের চেষ্টায় রাত সাড়ে ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুনে বস্তির শতাধিক ঘর পুড়ে গেছে।

/এমএইচ

Exit mobile version