পটুয়াখালীতে সাতটি ঘর ও দোকান পুড়ে ছাই

|

স্টাফ করেসপনডেন্ট, পটুয়াখালী:

পটুয়াখালী শহরের জুবিলী স্কুল এলাকায় ৫টি বসতঘর ও দুইটি দোকান আগুনে পুড়ে গেছে।

বৃহস্পতিবার (৬ মার্চ) ভোর সাড়ে চারটার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানায় স্থানীয় ফায়ার সার্ভিস। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় দেড়ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

আগুনে ওই এলাকার স্বর্ণের দোকানদার নির্মল কর্মকার, ধীমান কর্মকার, বাবুল কাসারি, বিকাশ দাস এবং প্রভুর বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।

ফায়ার সার্ভিস সূত্র আরও জানায়, আগুনে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। এছাড়া এ অগ্নিকাণ্ডে ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি।

/এএইচএম/এমএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply