Site icon Jamuna Television

মুশফিকের বিদায়ে যা বললেন মাহমুদউল্লাহ

একদিনের আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। সাম্প্রতিক সময়ে ফর্মহীনতায় ভুগছিলেন ‘মিস্টার ডিপেন্ডেবল’ খ্যাত এই ব্যাটার। আগেই টি-টোয়েন্টি থেকে বিদায় নেয়ায় শুধু টেস্ট ফরম্যাটেই খেলা চালিয়ে যাবে মুশি। তার বিদায়ে সাবেক ও বর্তমান অনেক সতীর্থই স্মৃতিচারণ করছেন। দীর্ঘ দিনের সতীর্থ মাহমুদউল্লাহ রিয়াদও তাকে জানিয়েছেন শুভকামনা।

বুধবার (৫ মার্চ) দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেন মাহমুদউল্লাহ। সেখানে পরিশ্রম ও একাগ্রতার পাশাপাশি দীর্ঘ ক্যারিয়ারে মুশফিককে কাছ থেকে দেখার সুবাদে তাকে অনুকরণীয় বলেও উল্লেখ করেন মাহমুদউল্লাহ।

তিনি পোস্টে লেখেন, প্রিয় মুশফিক, তোমার দুর্দান্ত ওয়ানডে ক্যারিয়ারের জন্য ধন্যবাদ। দুবাইয়ে ভাঙা পাঁজর নিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে তোমার সেই সেঞ্চুরি আমার এখনও মনে আছে। এটাই খেলাটার প্রতি তোমার সম্মান, তোমার নিবেদন এবং পরিশ্রমের প্রমাণ, যে তুমি সর্বোচ্চ স্তরে পারফর্ম করার জন্য এবং এটা সর্বদা যে কোনো খেলোয়াড়কে অনুপ্রাণিত করবে।

তিনি আরও লেখেন, নিঃসন্দেহে তুমি বাংলাদেশ ক্রিকেটের একটা রত্ন। লাল বলের ক্রিকেটে তোমার পথচলার জন্য শুভ কামনা রইলো।

উল্লেখ্য, দুই বছর পর আরেকটি বিশ্বকাপ সামনে রেখে দল গঠনের পথে হাঁটতে ইচ্ছুক বিসিবি। দিনকয়েক আগে বিসিবির ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম জানিয়েছিলেন, দলে জায়গা পেতে মুশফিক-রিয়াদদের নিজেদের প্রমাণ করেই আসতে হবে। এ যেন প্রচ্ছন্নভাবে বিদায়েরই ইঙ্গিত। সরে দাঁড়ালেন মুশফিক, এবার কি তবে মাহমুদউল্লাহও? সেটি অবশ্য সময়ই বলে দেবে।

/এমএইচআর

Exit mobile version