Site icon Jamuna Television

ঈদে নৌপথে বাল্কহেড-স্পিড বোট চলবে না: নৌপরিবহন উপদেষ্টা

ফাইল ছবি।

ঈদে নৌপথে যাত্রীবাহী লঞ্চ ছাড়া কোনো স্পিড বোট ও বাল্কহেড চলবে না বলে জানিয়েছেন নৌপরিবহন উপদেষ্টা ব্রিগ্রেডিয়ার জেনারেল (অব) এম সাখাওয়াত হোসেন। তিনি বলেন, ১৫ রমজান থেকে এই নির্দেশনা কার্যকর হবে।

বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে ঈদুল ফিতর উপলক্ষ্যে সুষ্ঠু, সুশৃঙ্খল ও নিরাপদে নৌ চলাচল এবং নিরাপত্তা নিশ্চিতে করণীয় শীর্ষক এক সভা শেষে একথা বলেন তিনি।

এম সাখাওয়াত হোসেন বলেন, বর্তমানে যাত্রী স্বল্পতার কারণে বিভিন্ন রুটে লঞ্চের ভাড়া কম। এ বিষয়ে বিআইডাব্লিউটিএর সাথে আলোচনা করে মালিকরা ভাড়া চূড়ান্ত করবেন। সরকারের সিদ্ধান্ত না মানলে লঞ্চের রুট পারমিট বাতিল করা হবে।

তিনি আরও বলেন, যাত্রীদের চলাচলের জন্য জিরো পয়েন্ট থেকে সদরঘাটের রাস্তা উন্মুক্ত রাখতে হবে। লঞ্চের সিরিয়াল ভাঙা, বাড়তি ভাড়া ও অতিরিক্ত যাত্রী বহন করা যাবে না। এ সময় আইনশৃঙ্খলা বাহিনী অহেতুক লঞ্চে ওঠে তল্লাশি করবে না বলেও জানান তিনি।

/আরএইচ

Exit mobile version