Site icon Jamuna Television

সরকার এমন সিদ্ধান্ত নেবে না, যা জাতীয় নির্বাচনে ব্যাঘাত সৃষ্টি করবে: সিইসি

এ এম এম নাসির উদ্দিন। ফাইল ছবি।

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংক্রান্ত সেবা কার্যক্রম নির্বাচন কমিশন (ইসি) থেকে সরিয়ে নেয়ার যে পরিকল্পনা হচ্ছে তা রুখে দিতে কঠোর পথে হাঁটতে চায় বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশন। তারা এ বিষয়ে আজ বৃহস্পতিবার (৬ মার্চ) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের দফতরের সামনে জড়ো হয়ে অবস্থান কর্মসূচি পালন করেন।

আগামী বুধবারের মধ্যে এ সংক্রান্ত বিষয়ে দৃশ্যমান পদক্ষেপের আশ্বাস দিয়েছেন সিইসি। তিনি বলেছেন, সরকার থেকে এমন কোন সিদ্ধান্ত নেয়া হবে না, যা সামনের জাতীয় নির্বাচনে ব্যাঘাত সৃষ্টি করতে পারে। অতি শিগগিরই ইসি থেকে সরকারকে চিঠি পাঠানো হবে বলেও এ সময় উল্লেখ করেন তিনি।

তা না হলে আগামী বৃহস্পতিবার থেকে কঠোর মানববন্ধন কর্মসূচি করবে বলে জানায় বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশন। সেক্ষেত্রে বৃহস্পতিবার সকাল ১১টা থেকে ১টা পর্যন্ত সারাদেশে নির্বাচন অফিসে মানববন্ধন কর্মসূচি পালন করবেন সংগঠনটি। পরবর্তীতে অগ্রগতি না হলে আরও কঠোর কর্মসূচি দেয়ার হুঁশিয়ারি তাদের।

/এমএন

Exit mobile version