ছাত্র-জনতার আন্দোলনের সময় আশুলিয়া থানার রিয়াজুল হত্যা মামলায় ঢাকা-২০ আসনের সাবেক এমপি এম এ মালেককে ৪ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। বৃহস্পতিবার (৬ মার্চ) ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাজুল ইসলাম সোহাগের আদালত এই আদেশ দেন।
এর আগে, বুধবার এম এ মালেককে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন করে মামলার তদন্তকারী কর্মকর্তা। এ সময় আসামিপক্ষের আইনজীবী জামিন আবেদন করেন। পরে উভয়পক্ষের শুনানি শেষে আদালয় ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
প্রসঙ্গত, গতকাল বুধবার দিবাগত রাতে রাজধানীর মিরপুর থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে আশুলিয়া থানায় মোট চারটি হত্যা মামলা রয়েছে।
উল্লেখ্য, এম এ মালেক ধামরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি। ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবার সংসদ সদস্য হন তিনি। সবশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করেন তিনি। নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী বেনজীর আহমদের কাছে পরাজিত হন এম এ মালেক।
/আরএইচ
Leave a reply