Site icon Jamuna Television

অভিযান চালোনোর এখতিয়ার একমাত্র আইনশৃঙ্খলা বাহিনীর: স্বরাষ্ট্র উপদেষ্টা

যেখানে যাই ঘটুক না কেন, আইনশৃঙ্খলা বাহিনী ছাড়া কারও অভিযান চালানোর এখতিয়ার নেই। সরকার এগুলোকে প্রশ্রয় দেবে না। যেকোনো ধরণের মব জাস্টিস নিয়ন্ত্রণের জন্য চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

বৃহস্পতিবার (৬ মার্চ) ট্যুরিস্ট পুলিশ হেডকোয়ার্টার পরিদর্শনের সময় এ কথা বলেন তিনি।

তিনি বলেন, বিশৃঙ্খলা দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে। মব জাস্টিসের নামে যে কোনো ধরণের বিশৃঙ্খলা দমনে কাজ করছে সরকার। তবে এটি নিয়ন্ত্রণে প্রতিটি পরিবারের ভূমিকাও গুরুত্বপূর্ণ। এ সময় ঈদ ঘিরে ছিনতাই ও চাঁদাবাজি রোধে ব্যবস্থা নেয়া হয়েছে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, ট্যুরিস্ট পুলিশের জনবলের ঘাটতি রয়েছে। পাশাপাশি আবাসন সংকটসহ নানা সমস্যা রয়েছে। বিষয়গুলো সমাধানে উদ্যোগ নেয়া হবে। ট্যুরিস্ট পুলিশ একটিভ থাকলে বিদেশি পর্যটকরা দেশে আসবে। এটি অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

/আরএইচ

Exit mobile version