Site icon Jamuna Television

বিদেশি পর্যটকদের উত্তর কোরিয়া প্রবেশে আবারও নিষেধাজ্ঞা

দুই সপ্তাহ আগেই পর্যটকদের জন্য সীমান্ত খুলে দিয়েছিলো উত্তর কোরিয়া। তবে আবার সিদ্ধান্ত বদলে তা বন্ধ করে দিল উত্তর কোরিয়া। এক প্রতিবেদনে সংবাদমাধ্যম ইউরো নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, ২০২০ সালের শুরুর দিকে করোনা মহামারির সময় সীমান্ত বন্ধ করে উত্তর কোরিয়া নিজেকে পুরোপুরি বিচ্ছিন্ন করে ফেলেছিল। ২০২৪ সালে দেশটি শুধুমাত্র রুশ পর্যটকদের জন্য সীমান্ত উন্মুক্ত করেছিল। আর গত মাসে পশ্চিমা পর্যটকেরাও দেশটির পূর্বাঞ্চলীয় শহর রাসোনে প্রবেশের অনুমতি পেয়েছিল।

উত্তর কোরিয়ার সফরের আয়োজন করে ‘কেটিজি ট্যুরস’ নামে চীনের একটি পর্যটন সংস্থা। গতকাল বুধবার ফেসবুকে সংস্থাটি লিখেছে, ‘আমাদের কোরিয়ান অংশীদারদের কাছ থেকে খবর পেয়েছি, রাসোন এখন সবার জন্য বন্ধ।’

ট্যুর অপারেটরেরা বিবিসিকে জানিয়েছেন, আগের সফরগুলোর তুলনায় এবার পর্যটকদের চলাচল আরও কঠোরভাবে নিয়ন্ত্রিত ছিল। তাঁদের রাস্তা ঘুরে দেখার সুযোগ কম ছিল এবং স্থানীয়দের সঙ্গে কথা বলার সুযোগও সীমিত ছিল। উত্তর কোরিয়ায় পর্যটকেরা মোবাইল নেটওয়ার্ক বা ইন্টারনেট সংযোগও পাননি।

এর আগে, ২০১৯ সালে উত্তর কোরিয়ায় প্রায় ৩ লাখ ৫০ হাজার বিদেশি পর্যটক গিয়েছিলেন। তবে এর মধ্যে ৯০ ভাগই ছিলেন চীনা নাগরিক।

/এআই

Exit mobile version