Site icon Jamuna Television

বাউফলে মুদি দোকানে টিসিবির পণ্য জব্দ

বাউফল করেসপনডেন্ট:

পটুয়াখালীর বাউফল পৌর বাজারের ‘মেসার্স মা কালি ভান্ডার’ নামক দোকানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ টিসিবি পন্য সামগ্রি জব্দ করেছে প্রশাসন। বৃহস্পতিবার (৬ মার্চ) বিকেল সাড়ে পাঁচটার দিকে অভিযান পরিচালনা করে টিসিবির মালামাল জব্দ করে ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও এসিল্যান্ড প্রতীক কুমার কুন্ডু।

এসময় প্রতিষ্ঠানের মালিক বাসুদেব সাহাকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে প্রতিষ্ঠানটির গোডাউন থেকে মোট ১৩০ লিটার সয়াবিন তেল, ১০০ কেজি ছোলা (বুট), ৫০ কেজি চিনি ও ১২৮ কেজি মুসরির ডাল জব্দ করা হয়। 

ব্যবসায়ী বাসুদেব সাহা বলেন, এই মালামাল বিক্রি করা অপরাধ তা তিনি জানতেন না। একজন ডিলার তার কাছে এগুলা রেখে গিয়েছেন। 

ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও এসিল্যান্ড প্রতীক কুমার কুন্ডু বলেন, ব্যবসায়ী বাসুদেব সাহা অপরাধ স্বীকার করেছেন। একজন টিসিবি ডিস্ট্রিবিউশন ডিলারের থেকে তিনি ওই পন্য কিনেছেন। ওই ডিলারের ব্যাপারে খোঁজ খবর নেয়া হচ্ছে বলে জানান তিনি।

/এআই

Exit mobile version