Site icon Jamuna Television

২ লাখ ৪০ হাজার ইউক্রেনীয়কে ফেরত পাঠাচ্ছেন ট্রাম্প

ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ শুরুর পর বহু ইউক্রেনীয় পৃথিবীর বিভিন্ন দেশে আশ্রয় নেন। যার মধ্যে ২ লাখ ৪০ হাজার জন টেম্পরারি লিগ্যাল স্টেটাসের মাধ্যমে আশ্রয় নেয় যুক্তরাষ্ট্রে। সেসব ইউক্রেনীয়দের নিজ দেশে ফেরত পাঠাতে যাচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (৬ মার্চ) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, । ইউক্রেনীয় শরণার্থীদের টেম্পরারি লিগ্যাল স্টেটাস বাতিল করা হলে তাদের দ্রুত সময়ের মধ্যে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হবে। যা আগামী এপ্রিলে শুরু হতে পারে বলে ধারণা করা হচ্ছে। 

মূলত, ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ শুরুর সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন বাইডেন। তিনি ইউক্রেনীয় আশ্রয় দিয়েছিলেন যুক্তরাষ্ট্রে। তবে যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প ক্ষমতায় আসার পর ইউক্রেনীয় শরণার্থীদের আশ্রয় দেয়ার বিষয়টি ক্রমশ জটিল হয়ে ওঠে।

উল্লেখ্য, গত সপ্তাহে ট্রাম্প ও ভলোদিমির জেলেনস্কির মধ্যে প্রকাশ্য বাগ্‌বিতণ্ডা আগেই ইউক্রেনীয়দের ফেরত পাঠানোর ব্যাপারে আলোচনা শুরু হয়।

/এআই

Exit mobile version