Site icon Jamuna Television

প্রায় দেড় বছর পর ব্রাজিল দলে ফিরলেন নেইমার

প্রায় দেড় বছরের দীর্ঘ বিরতি কাটিয়ে আবারও ব্রাজিল জাতীয় দলে ফিরছেন তারকা ফরোয়ার্ড নেইমার। ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের আসন্ন কলম্বিয়া ও আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের জন্য কোচ দরিভাল জুনিয়র তাকে দলে ডেকেছেন।

বৃহস্পতিবার (৬ মার্চ) দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে দলের জন্য স্কোয়াড ঘোষণা করে ব্রাজিল ফুটবল ফেডারেশন। নেইমার নিজেও আশাবাদী ছিলেন। দল ঘোষণার সময় সুখবরের আশায় টিভির সামনে বসেছিলেন এই তারকা।

২০২৩ সালের অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে ম্যাচে হাঁটুর গুরুতর ইনজুরিতে পড়েছিলেন নেইমার। সেই ম্যাচটিই ছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের হয়ে তার সবশেষ ম্যাচ। ইনজুরির কারণে দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন তিনি।

এদিকে, বিশ্বকাপ বাছাইয়ের মহাদেশীয় পর্বে ব্রাজিলের পারফরম্যান্স বর্তমানে আশাব্যঞ্জক নয়। ১৮ রাউন্ডের ১২টি ম্যাচ শেষে ১০ দলের গ্রুপে পঞ্চম স্থানে রয়েছে সেলেসাওরা। তবে শীর্ষ ছয় দল বিশ্বকাপে খেলার সুযোগ পাবে এবং ব্রাজিল বর্তমানে সপ্তম স্থানে থাকা বলিভিয়ার চেয়ে পাঁচ পয়েন্ট এগিয়ে রয়েছে। শীর্ষে থাকা আর্জেন্টিনা অবশ্য তাদের চেয়ে ৭ পয়েন্ট এগিয়ে।

নেইমারকে ফেরাতে পেরে দলের কোচ দরিভালও বেশ খুশি। তিনি বলেন, নেইমার এখন নিজের ছন্দ ফিরে পাওয়ার পথে আছে, আমরা সেটা জানি ও বুঝতে পারি। আমরা বিশ্বাস করি, যে সামর্থ্য ও গুণাবলি তার আছে, সেটা দিয়ে মাঠে যেকোনো পরিস্থিতি কাটিয়ে ওঠা সম্ভব।

তিনি আরও বলেন, আমরা তার ফেরার অপেক্ষায় আছি। এটাই প্রথম সুযোগ, যা আমরা তাকে দিতে পারি। আমি আশা করি, যখন সে দলে ফিরবে, সে আনন্দিত হবে। এখন আমাদের তাকে নিজের সক্ষমতা বিকাশের আত্মবিশ্বাস দিতে হবে। অনেক বেশি উচ্চাকাঙ্ক্ষা তৈরি করা উচিত হবে না। আমাদের তার ফিরে আসার ওপর সব দায়িত্ব যেন চাপিয়ে না দেই।

উল্লেখ্য, দেশের হয়ে ১২৮ ম্যাচে রেকর্ড ৭৯ গোল করা ও তিনটি বিশ্বকাপে খেলা নেইমার ২০২৬ সালের বিশ্বকাপে খেলার ইচ্ছা কথা জানিয়েছেন আগেই। কানাডা, যুক্তরাষ্ট্র ও মেক্সিকোতে যৌথভাবে হবে আসরটি।

আর্জেন্টিনা ও কলম্বিয়ার বিপক্ষে ২৩ সদস্যের ব্রাজিল স্কোয়াড:

গোলরক্ষক: অ্যালিসন, বেন্তো ও এডারসন।
রক্ষণভাগ: ভেন্ডারসন, ওয়েসলি, লিও ওর্টিজ, দানিলো, গ্যাব্রিয়েল মাগালহাস, মারকুইনহোস, মুরিলো ও গিলের্মে আরানা।
মধ্যমাঠ: আন্দ্রে, ব্রুনো গুইমারায়েস, গারসন ও জোয়েলিনটন।
আক্রমণভাগ: নেইমার, এসতোভো, জোয়াও পেদ্রো, রাফিনহা, রদ্রিগো, ভিনিসিউস জুনিয়র, সাভিনহো ও ম্যাথিউস কুনহা।

/এমএইচআর

Exit mobile version