Site icon Jamuna Television

নড়াইলে মোটরসাইকেল-নসিমনের সংঘর্ষে নিহত ২

নড়াইল করেসপনডেন্ট:

নড়াইল ও গোপালগঞ্জ জেলার সীমান্তবর্তী যোগানিয়ায় এলাকায় মোটরসাইকেল ও নসিমনের সংঘর্ষে এক বৃদ্ধাসহ দুইজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৬ মার্চ) রাতে যোগানিয়া-চাপাইল সড়কের নড়াইল জেলার নড়াগাতিথানার যোগানিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, আল আমিন শেখ মোটর সাইকেলে করে যোগানিয়া থেকে চাপাইল যাচ্ছিলেন। এসময় দক্ষিণ যোগানিয়া এলাকায় রাস্তা পারাপারের সময় বৃদ্ধাকে (বিজয় লক্ষী) চাপা দেয়।

পরে বিপরীত দিক থেকে আসা একটি নসিমনের সাথে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ওই বৃদ্ধা বিজয় লক্ষী ও মোটর সাইকেল চালক আল আমিন শেখ গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

নিহতদের পরিচয়, নডাইল জেলার নড়াগাতি থানার যোগানিয়া গ্রামের ফজলেল শেখের ছেলে আল আমিন শেখ (৩৫) ও একই এলাকার পঞ্চানন নন্দীর স্ত্রী বিজয় লক্ষী (৭৫)।

/এমএইচ

Exit mobile version