Site icon Jamuna Television

কমলাপুর মেট্রোরেল স্টেশনের উপর থেকে পড়ে আহত শ্রমিকের মৃত্যু

ফাইল ছবি।

মেডিকেল করেসপনডেন্ট:

রাজধানীর কমলাপুরে নির্মাণাধীন মেট্রোরেল স্টেশনের উপর থেকে পড়ে আহত মো. নাঈম (২০) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ মার্চ) সকাল ৬টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) আনা হয়। পরে দুপুর পৌনে ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত নাঈম নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার পানিয়াল পুকুর গ্রামের নাজিমুল ইসলামের ছেলে।

নিহতের সহকর্মী নাজমুল জানান, শুক্রবার সকালে কমলাপুরে মেট্রোরেল স্টেশন নির্মাণের কাজ করছিলাম। এ সময় অসাবধানতাবশত নাঈম মেট্রোরেল স্টেশনের উপর থেকে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হলে চিকিৎসাধীন দুপুরে নাঈম মারা যায়।

চিকিৎসকের বরাত দিয়ে ঢামেকের পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

/আরএইচ

Exit mobile version