Site icon Jamuna Television

নরসিংদীতে ৬ বছরের ঘুমন্ত শিশু আগুনে পুড়ে ছাই

প্রতীকী ছবি

স্টাফ করেসপনডেন্ট, নরসিংদী:

নরসিংদীতে বসত ঘরে অগ্নিকাণ্ডে এক ঘুমন্ত শিশু আগুনে পুড়ে ছাই হয়েছে। নিহত সুরাইয়া আক্তার (৬) চরাঞ্চল করিমপুরের রসুলপুর এলাকার জেলে মনির হোসেনের মেয়ে।

শুক্রবার (৭ মার্চ) সকালে চরাঞ্চল করিমপুর ইউনিয়নের রসুলপুরে এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, মাছধরা কাজের সুবাধে মেয়েটির বাবা পার্শ্ববর্তী ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্চারামপুরে অবস্থান করছিলেন। তার মা বাড়ির পাশেই কৃষি জমিতে কাজের জন্য সকালেই বের হয়। ধারণা করা হচ্ছে, ওই সময় বসত ঘরে সুরাইয়া একাই ঘুমিয়ে ছিল। এসময় বৈদুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এতে ঘরেই ঘুমিয়ে থাকা মিশুটির সলিল সমাধী ঘটে।

করিমপুর পুলিশ ফাঁড়ির আইসি সাইদুর রহমান জানান, সকালে মেয়েটি ঘরেই অবস্থান করছিল। বাবা-মা কেউ ঘরে না থাকায় অগ্নিকাণ্ডে বসত ঘরের সাথে মেয়েটিও ভস্মিভূত হয়ে মারা যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদুতিক শর্টসার্কিট থেকেই অগ্নিকাণ্ড ঘটে থাকতে পারে।

/এটিএম

Exit mobile version