Site icon Jamuna Television

প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের

দেশ দীর্ঘদিন নির্বাচনহীন থাকুক, তা চায় না ইসলামী আন্দোলন। প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আয়োজন করতে হবে— এমন মন্তব্য করেছেন দলটির আমির ও চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। শুক্রবার (৭ মার্চ) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ইফতার অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, বিগত সময়ে রাজনৈতিক সদিচ্ছার অভাব ও অসুস্থ রাজনৈতিক প্রতিযোগিতার কারণে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে গেছে। ফলে দেশে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা পেয়েছিল। আমরা আগের অবস্থায় ফিরে যেতে চাই না। তাই সংস্কার অপরিহার্য। কিন্তু প্রয়োজনীয় সংস্কার না হলে আগের মতোই অবস্থা হবে। এ সময় বাংলাদেশের বর্তমান সংবিধানকে সমস্যাজনক বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, সংস্কার অপরিহার্য। প্রয়োজনীয় সংস্কার না হলে আগের মতোই অবস্থা হবে। জাতীয় নির্বাচন সংখ্যানুপাতিক পদ্ধতিতে হলে রাজনীতিতে গুণগত পরিবর্তন হবে বলেও মন্তব্য করেন তিনি।

ইফতার অনুষ্ঠানে বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপিসহ বিভিন্ন রাজনেতিক দলের নেতারা অংশ নেন। এছাড়া, ভারত, পাকিস্তান, চীনসহ বেশি কয়েকটি দেশের কূটনীতিকরাও এতে অংশ নেন।

/আরএইচ

Exit mobile version