Site icon Jamuna Television

সুনীল ছেত্রীর দলে ফেরা নিয়ে বিচলিত নয় বাংলাদেশ

ভারতীয় দলে সুনীল ছেত্রীর ফেরা নিয়ে বিচলিত নয় বাংলাদেশ। বরং মাঠের লড়াই আরও জমবে বলে জানিয়েছেন বাংলাদেশ ফুটবল দলের খেলোয়াড়রা জয়ের লক্ষ্যেই মাঠে নামার পরিকল্পনা তাদের। আর ভারতের কিংবদন্তী এই ফুটবলারের অন্তর্ভুক্তিতে কোনো পরিবর্তন আনা হচ্ছে না বলে জানিয়েছেন হেড কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা।

বাংলাদেশ দলের হ্যাভিয়ের ক্যাবরেরা হেডকোচ বলেন, সুনীলের ফেরাটা প্রত্যাশিত। সম্প্রতি বেঙ্গালুরুর হয়ে দারুণ খেলেেছ সে। সুনীলকে ফেরানোর সিদ্ধান্তটা ভারত ফেডারেশনই নিয়েছে। আর এখন খেলাটি আরও বেশি উপভোগ্য হবে।

অন্যদিকে ডিফেন্ডার সাদ উদ্দিন বলেন, ভারত ম্যাচের জন্য আমরা সবাই ব্যক্তিগত ও দলীয়ভাবে মুখিয়ে থাকি। সবাই সবার সেরাটা দেয়ার জন্য মুখিয়ে আছে।

আগামী ২৫ মার্চ এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে বাংলাদেশের মুখোমুখি হবে ভারত। সেই ম্যাচে বাংলাদেশের হয়ে খেলবেন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরী

/এসআইএন

Exit mobile version