Site icon Jamuna Television

মাঠে পানি খাওয়া নিয়ে শামির বির্তক, পাশে দাঁড়ালেন হরভজন সিংহ

চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনাল ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছিল ভারত। ম্যাচের মধ্যে ভারতীয় পেসার মোহাম্মদ শামি বাউন্ডারি লাইনের পাশে দাঁড়িয়ে এনার্জি ড্রিঙ্কস পান করতে দেখা যায়। রমজান মাসে রোজা না রাখায় তোপের মুখে পড়েন তিনি। এ ঘটনায় তার পক্ষে-বিপক্ষে অনেকেই সমালোচনা করেছেন। এরমধ্যেই তার পাশে দাঁড়িয়েছেন সাবেক ক্রিকেটার হরভজন সিংহ । খবর সংবাদমাধ্যম এনডিটিভির।

তিনি বলেছেন, খেলাধুলা এবং ধর্মকে একসঙ্গে মেশানো উচিত নয়। ব্যক্তিগতভাবে মনে করি– খেলাধুলাকে অন্যভাবে বিবেচনা করা উচিত।

শামির কর্মকাণ্ডকে সমর্থন জানিয়ে তিনি আরও বলেন, একজন ক্রীড়াবিদের জন্য নিজেকে হাইড্রেটেড রাখা খুবই গুরুত্বপূর্ণ। একজন খেলোয়াড় যখন খেলছেন, তখন যদি তিনি নিজেকে হাইড্রেটেড না রাখেন, তাহলে তিনি অসুস্থ হয়ে পড়তে পারেন। যে তাপমাত্রায় খেলা হচ্ছে, তাতে পানি খেতেই হবে। পানীয় ও খাদ্য গ্রহণ না করলে খেলা সম্ভবই নয়।

মাঠের বাইরের এসব বিষয় খেলায় পড়বে না বলে আশা করছেন ভারতীয় সাবেক এই ক্রিকেটার। তিনি বলেন, যারা এসব বিষয় নিয়ে কথা বলছে, তারা সবাই ব্যক্তিগত মত প্রকাশ করছে। তবে শামি হোক বা অন্য কেউ, তারা এ বিষয়ে কিছু ভাবছে না। ওরা এ বিষয়ে উদ্বিগ্ন নয়।

অন্যদিকে ভারতের খ্যাতিমান গীতিকার ও কবি জাভেদ আখতারও তার পাশে দাঁড়িয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া পোস্টে তিনি বলেন, শামি সাহেব, দুবাইয়ের ক্রিকেট মাঠে এনার্জি ড্রিঙ্কস পান নিয়ে যারা প্রতিক্রিয়া দেখাচ্ছে। এসব লোকদের নিয়ে একদম চিন্তা করবেন না। এটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত বিষয়।

আগামীকাল রোববার (৯ মার্চ) মাঠে গড়াচ্ছে বহুল আকাঙ্ক্ষিত চ্যাম্পিয়নস ট্রফির ফাইনাল ম্যাচ। দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ভারতের বিপক্ষে মাঠে নামবে নিউজিল্যান্ড।

এসআইএন/এটিএম

Exit mobile version