Site icon Jamuna Television

ফাইনালের পরই অবসরে রোহিত শর্মা! ভারতের পরবর্তী অধিনায়ক কে?

ছবি: সংগৃহীত

আগামী রোববার আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির মেগা ফাইনাল। টানা তৃতীয়বারের মতো ফাইনালে খেলবে ভারত। তবে শিরোপা নির্ধারণী ম্যাচের আগে নতুন করে আলোচনায় মেন ইন ব্লু শিবিরের অধিনায়ক রোহিত শর্মা। যদি চ্যাম্পিয়নস ট্রফিতে ভারত হেরে যায়, তাহলে সেদিনই ওয়ানডে ক্রিকেট থেকে অবসরে চলে যেতে পারেন রোহিত।

বিসিসিআইয়ের একটি সূত্রের বরাত দিয়ে একাধিক ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে নিউজিল্যান্ডের কাছে ভারত হেরে গেলে, রোহিত অবসর নিতে পারেন। অপরদিকে, ভারত যদি জিততে পারে, তবে রোহিতের সিদ্ধান্ত সম্পর্কে স্পষ্টতা নেই।

যদি ভারত ফাইনালে জয়লাভ করে, তাহলে রোহিত ওয়ানডেতে কেবল খেলোয়াড় হিসেবেই থাকতে পারবেন— এমন খবরও চাউর হয়েছে। রোহিতের পর টিম ইন্ডিয়ার অধিনায়ক কে হবেন, এমন গুঞ্জনে যে দুটি নাম এসেছে। তারা হলেন, হার্দিক পান্ডিয়া ও শুভমান গিল।

সাম্প্রতিক সময়ে রোহিতের ব্যাট খুব একটা হাসছে না। চলতি চ্যাম্পিয়নস ট্রফির আসরে তার সর্বোচ্চ স্কোর ৪১, যা বাংলাদেশের বিপক্ষে।

রোহিতের ফর্ম নিয়ে কথা বলেছেন দেশটির কিংবদন্তি ক্রিকেটার সুনিল গাভাস্কার। বলেন, তাকে (রোহিত) এটাও ভাবতে হবে, আক্রমণাত্মকভাবে খেলা এক জিনিস, কিন্তু ২৫-৩০ ওভার ব্যাট করার জন্যও কোথাও না কোথাও একটু বিচক্ষণতা থাকতে হয়। একজন ব্যাটসম্যান হিসেবে তুমি কি ২৫-৩০ রান করে খুশি? তোমার তো এমনটা হওয়া উচিত নয়।

তিনি আরও বলেন, সে যদি ২৫ ওভারও ব্যাট করে, তাহলে ভারতের রান ১৮০-২০০ এর কাছাকাছি হবে। বাকি ওভারগুলোতে মিডল ও লোয়ার অর্ডারের ব্যাটাররা মিলে ভালো দলীয় সংগ্রহ তুলতে পারবে।

উল্লেখ্য,ওয়ানডে বিশ্বকাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ, চ্যাম্পিয়নস ট্রফি এবং টেস্ট চ্যাম্পিয়নশিপ— আইসিসির সবগুলো মেজর টুর্নামেন্টে দলকে নেতৃত্ব দেয়া বিশ্বের একমাত্র অধিনায়ক রোহিত শর্মা।

/এমএইচআর

Exit mobile version