Site icon Jamuna Television

টাঙ্গাইলে সাবেক এমপির বাসা দখল করে রাখা হলো ২০ মানসিক ভারসাম্যহীনকে

স্টাফ করেসপনডেন্ট, টাঙ্গাইল:

টাঙ্গাইলে ছাত্র প্রতিনিধি পরিচয় দিয়ে মারইয়াম মুকাদ্দাস মিস্টি নামে এক নারী তার কয়েকজন সঙ্গী নিয়ে সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলামের বাসা দখল করেছেন বলে অভিযোগ উঠেছে। পরে সেখানে মানসিক ভারসাম্যহীন ব্যক্তিদের থাকার ব্যবস্থা করেছেন। 

শনিবার (৮ মার্চ) সকালে বাসার তালা ভেঙে অন্তত ২০ জন মানসিক ভারসাম্যহীন ব্যক্তি নিয়ে বাড়িটিতে প্রবেশ করেন তিনি। জানান, বাড়িটি এখন থেকে তাদের জন্য বরাদ্দ থাকবে।

মিস্টি বলেন, আওয়ামী লীগের সকল নেতাদের বাড়িতে মানসিক ভারসাম্যহীনদের আশ্রম হিসেবে গড়ে তোলা হবে বলে ফেসবুকে আগেই ঘোষণা দিয়েছিলেন। সে অনুযায়ী আজ সকালে এসে তালা ভেঙে আল মুকাদ্দাস ফাউন্ডেশনের ২০ জনের থাকার ব্যবস্থা করেছেন। ফাউন্ডেশনটি মিস্টি নিজেই পরিচালনা করেন বলে জানা গেছে।

বাসা দখল করা ওই নারী আরও জানান, বাড়ির মালিক জোয়াহেরুল ইসলামের পক্ষ থেকে একজন লোক এসে বাসা না ভেঙে আশ্রম গড়ার প্রস্তাব দেয়। তার কথা অনুযায়ী আশ্রম করা হয়েছে। তবে কে কথাটি বলেছেন, সেটি জানাতে পারেননি।

এদিকে এ ঘটনায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে স্থানীয়দের মধ্যে। আবাসিক এলাকায় এমন আশ্রম করায় অস্বস্তি প্রকাশ করেছেন অনেকেই।

এর আগে, গেল ৬ ফেব্রুয়ারি ছাত্র-জনতা সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলামের বাসায় প্রবেশ করে লুটপাট ও ভাঙচুর করে।

/এমএইচ

Exit mobile version