Site icon Jamuna Television

‘ভারতকে যদি কেউ হারাতে পারে, তবে সেটা নিউজিল্যান্ডই পারবে’

পর্দা নামতে যাচ্ছে নবম আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির। মেগা ফাইনালে আগামীকাল রোববার (৯ মার্চ) মুখোমুখি হবে ভারত-নিউজিল্যান্ড। পুরো আসরে এখন পর্যন্ত একমাত্র অপরাজিত দল ভারত। অপরদিকে নিউজিল্যান্ড একটিমাত্র ম্যাচ হেরেছে, সেটি আবার ভারতের বিপক্ষেই গ্রুপ পর্বে। তাই টুর্নামেন্টের সেরা দুই দলের মধ্যেই হচ্ছে শিরোপা নির্ধারণী ম্যাচ— এমনটাই মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা। ফাইনাল ম্যাচটি বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে উল্লেখ করে নিউজিল্যান্ডকে সমীহ করেই মন্তব্য করেছেন সাবেক ভারতীয় ক্রিকেটার ও কোচ রবি শাস্ত্রী।

রবি শাস্ত্রীর বিশ্বাস, ফাইনালে পাশার দান উলটে দেয়া সম্ভব নিউজিল্যান্ডের পক্ষে। তার মতে, ভারত ফাইনালে ফেবারিট হলেও নিউজিল্যান্ডের চমক দেখানোর ক্ষমতা আছে।  

আইসিসি রিভিউতে শাস্ত্রী বলেন, যদি এমন একটি দল থাকে যারা ভারতকে হারাতে পারে, তবে তা নিউজিল্যান্ড। ভারত ফেবারিট হিসেবে শুরু করবে, তবে খুব সামান্য ব্যবধানে। 

ফাইনালের সেরা খেলোয়াড় হবেন কে, এমন প্রশ্নের জবাবে শাস্ত্রী বেছে নিতে চাইলেন কোনো অলরাউন্ডারকে। তিনি বলেন, আমি ম্যাচসেরা হিসেবে একজন অলরাউন্ডার বেছে নেব। আমি বলব, অক্ষর প্যাটেল বা রবীন্দ্র জাদেজা ভারত থেকে। নিউজিল্যান্ডের দিক থেকে, আমি মনে করি গ্লেন ফিলিপসের কিছু করার আছে। তিনি ফিল্ডিংয়ে দুর্দান্ত কিছু মুহূর্ত উপহার দিতে পারেন, ৪০-৫০ রানের ক্যামিও ইনিংস খেলতে পারেন এবং এক-দুটি উইকেট নিয়ে চমকে দিতে পারেন।

এছাড়া শাস্ত্রী মনে করছেন, ভিরাট কোহলি, কেন উইলিয়ামসন ও রাচিন রবীন্দ্র ফাইনালে বড় পার্থক্য গড়ে দিতে পারেন। তাদের ফর্ম ফাইনালের ফলাফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বলেন, যখন কোহলি কিংবা উইলিয়ামসনের মতো খেলোয়াড়রা ছন্দে থাকেন, তখন তারা প্রতিপক্ষের জন্য বড় বাধা হয়ে দাঁড়ান।

রোববার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে দু’দল। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে দুপুর ৩টায়।

/এমএইচআর

Exit mobile version