Site icon Jamuna Television

২৪ থেকে ২৬ ডিসেম্বরের মধ্যে মাঠে থাকবে সশস্ত্র বাহিনী

আগামী ২৪ থেকে ২৬ ডিসেম্বরের মধ্যে মাঠে নামবে সশস্ত্র বাহিনীসহ অন্য বাহিনীগুলো। তারা স্ট্রাইকিং ফোর্স হিসেবে ১ জানুয়ারি পর্যন্ত মোতায়েন থাকবে। নির্বাচন কমিশন থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবকে পাঠানো এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

ওই চিঠিতে বলা হয়েছে, নির্বাচনে আচরণবিধি প্রতিপালন ও নির্বাচনী এলাকার আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধের জন্য ভোট গ্রহণের দুই দিন আগে থেকে ভোট গ্রহণের পরদিন অর্থাৎ ২৮ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত নির্বাহী হাকিম নিয়োগ করা প্রয়োজন। একই সঙ্গে ২৪ থেকে ২৬ ডিসেম্বরের মধ্যে সশস্ত্রবাহিনী, বিজিবি ও কোস্টগার্ড স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন শুরু করবে। তাদের সঙ্গেও দায়িত্ব পালনের জন্য একজন করে নির্বাহী হাকিম নিয়োগের প্রয়োজন হবে।

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য চিঠিতে জনপ্রশাসন বিভাগের সচিবকে নির্দেশ দেওয়া হয়েছে। মন্ত্রিপরিষদের সচিব ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিবকে এই চিঠির অনুলিপি পাঠানো হয়েছে।

Exit mobile version