Site icon Jamuna Television

শ্রীপুরে শিশু নিপীড়নের আলাদা অভিযোগে দুজন গ্রেফতার

গাজীপুরের শ্রীপুরে শিশু ধর্ষণ ও যৌন নিপীড়ন চেষ্টার অভিযোগের আলাদা দুটি ঘটনায় দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (৮ মার্চ) মাওনা এলাকায় মাদরসার শিশু শিক্ষার্থীকে যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগ ওঠে প্রতিষ্ঠানটির শিক্ষক মালেকের বিরুদ্ধে। পরে গতকাল রাতে গণধোলাই দিয়ে তাকে পুলিশে দেয় স্থানীয় জনতা।

অন্যদিকে একইদিন সকালে বরমী ইউনিয়নের দরগা চালা এলাকায় এক শিশুকে নির্জন স্থানে নিয়ে ধর্ষণ ও নিপীড়নের ভিডিও ধারণের অভিযোগ ওঠে আরমান নামে এক যুবকের বিরুদ্ধে। গতরাতে তাকেও আটক করেছে পুলিশ।

/এমএইচ

Exit mobile version