Site icon Jamuna Television

ইউরোপিয়ান ফুটবল: লিভারপুলের জয়ের রাতে হেরেছে ম্যানসিটি-বায়ার্ন

নিজ নিজ লিগের ম্যাচে হারের মুখ দেখেছে দুই ইউরোপিয়ান জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড ও বায়ার্ন মিউনিখ। অপরদিকে, পিছিয়ে পড়েও জয় নিয়ে মাঠ ছেড়েছে লিভারপুল।

শনিবার (৮ মার্চ) ইউরোপের শীর্ষ পাঁচ লিগের একাধিক ম্যাচ মাঠে গড়ায়।

অ্যানফিল্ডে শুরু থেকেই পজেশন ধরে রেখে আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে লিভারপুল। কিন্তু বিরতির আগে তাদের হতবাক করে দিয়ে আইরিশ মিডফিল্ডার উইলিয়ামের গোলে এগিয়ে যায় সাউদাম্পটন। পিছিয়ে থেকেই বিরতিতে যায় স্বাগতকরা।

বিরতির পর, মাঠে নেমেই গোল শোধে মরিয়া স্লটের দল। ম্যাচের ৫১তম মিনিটে নুনেসের গোলে সমতায় ফেরে দলটি। এর তিন মিনিট পরই সালাহ’র সফল স্পট কিকে এগিয়ে যায় অল রেডরা। ম্যাচের শেষ দিকে ইউকিনারি হাত দিয়ে বল ঠেকালে আবারও পেনাল্টি পায় লিভারপুল। সেই সুযোগ কাজে লাগিয়ে সালাহ আসরে নিজের ২৭তম গোল করার পাশাপাশি জয় নিয়ে মাঠ ছাড়ে অল রেডরা।

প্রিমিয়ার লিগের অন্য ম্যাচে প্রতিপক্ষের মাঠে নটিংহ্যাম ফরেস্টের কাছে ১-০ গোলের হারের স্বাদ পেয়েছে ম্যানচেস্টার সিটি। লিভারপুল ও আর্সেনালের পর এবার পেপ গুয়ার্দিওলার দলকে রুখে দিল নটিংহ্যাম। প্রথমার্ধে দু দলেরই ছিল অগোছালো ফুটবলের পসরা। বলার মতো তেমন কোনো সুযোগ তৈরি করতে পারেনি কোনো দলই।গোলশূন্য সমতায় বিরতিতে যায় দু’দল।

দ্বিতীয়ার্ধে কিছুটা আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে থাকে স্বাগতিকরা। ম্যাচের ৬৭তম মিনিটে সিটি শিবিরে ভীতি ছড়ায় নটিংহ্যাম। সেই চ্যালেঞ্জ ভালোভাবেই সামাল দেন সিটি গোলকিপার। কলাম হাডসনের শট ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন তিনি। তবে আচমকা গোল খেয়ে বসে বর্তমান চ্যাম্পিয়নরা। ম্যাচের ৮৩ মিনিটে দারুণ শটে সিটিকে স্তব্ধ করে দেন ইংলিশ ফরোয়ার্ড হাডসন-ওডোই। লজ্জার হার নিয়ে মাঠ ছাড়ে সিটি।

অপরদিকে, জার্মান লিগ বুন্দেসলিগায় নিজেদের মাঠে হারের মুখ দেখেছে বায়ার্ন মিউনিখ। প্রথমার্ধে ১৪ ও ২৮ মিনিটে রাফায়েলের জোড়া গোলে এগিয়ে যায় তারা। কিন্তু ৩১ মিনিটে বায়ার্নকে চমকে দিয়ে ব্যবধান কমান ক্রোয়াট ডিফেন্ডার মেদিচ। প্রথমার্ধের শেষ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন বায়ার্নের পর্তুগিজ মিডফিল্ডার পলিনিয়া।

দশ জনের বায়ার্নের বিপক্ষে দ্বিতীয়ার্ধের শুরুতেই সিসোকোর গোলে সমতায় ফেরে বুখোম। এরপর ৭১ মিনিটে বায়ার্ন সমর্থকদের চুপ করিয়ে দেন স্লোভাকিয়ার মিডফিল্ডার বেরো। অসাধারণ এক জয়ের গল্প লেখে সফরকারীরা।

/এমএইচআর

Exit mobile version