Site icon Jamuna Television

ধর্ষকদের দ্রুত বিচারের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি চায় জামায়াত

ফাইল ছবি।

দেশের চলমান পরিস্থিতিতে নারী ও শিশু নিরাপত্তা নিয়ে উদ্বেগে গোটা নাগরিক নাগরিক সমাজ। এরই মাঝে মাগুরায় ৮ বছরের শিশু কন্যা ধর্ষণের ঘটনা নারীর নিরাপত্তাকে আবারও প্রশ্নের মুখে ফেলেছে। এবার মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশুটিকে নিয়ে বাংলাদেশ জামায়াত ইসলামের আমির জানালেন দলের অবস্থান।

রোববার (৯ মার্চ) সকাল ৯টা ৫৭ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ সংক্রান্ত একটি পোস্ট দেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। পোস্টে তিনি বলেন, মাগুরার সেই আট বছরের মেয়ে শিশুর ধর্ষক ও ধর্ষণের সহযোগিতাকারীদের অপরাধ এক ও অভিন্ন। এদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত চাই।

তিনি বলেন, এরকম ধর্ষক নামের আরো যত নিকৃষ্ট প্রাণী আছে, যে যেখানেই থাকুক তাদেরকে পাকড়াও করে দ্রুত বিচারের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা প্রয়োজন।

পোস্টে ধর্ষকদের ঘৃণা ও সামাজিকভাবে বয়কেরও আহ্বান জানান এই জামায়াত নেতা। তিনি বলেন, ইমাম, খতিব ও ধর্মীয় ব্যক্তিত্বসহ সমাজের সচেতন নাগরিকদেরকে ধর্ষকদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার জন্য এগিয়ে আসার আহ্বান জানাই।

/এটিএম

Exit mobile version