Site icon Jamuna Television

‘মুশফিক তরুণ ক্রিকেটারদের জন্য অনুসরণীয়’

একদিনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন মুশফিকুর রহিম। দীর্ঘ দুই যুগের ক্যারিয়ারে দেশের জার্সিতে বিদায় বলেছেন টি-টোয়েন্টিকেও। এখন থেকে শুধু সাদা পোশাকেই বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে দেখা যাবে ‘মিস্টার ডিপেন্ডেবল’ খ্যাত এ ব্যাটারকে। বাংলাদেশের জার্সিতে শত টেস্ট খেলার রেকর্ড হাতছানি দিয়ে ডাকছে তাকে। রঙ্গিন পোশাক তুলে রাখার পর তার প্রশংসায় মুখ খুলেছেন জাতীয় দলের সাবেক বোলিং কোচ অ্যালান ডোনাল্ড। তরুণ ক্রিকেটারদের জন্য মুশফিককে এক অনুসরণীয় নাম— এমনটাও মনে করেন তিনি।

একটু দেরিতে হলেও ওয়ানডেতে মুশফিকের প্রস্থানের খবরটি পৌঁছেছে বাংলাদেশের সাবেক বোলিং কোচ অ্যালান ডোনাল্ডের কাছে। পেসারদের দায়িত্বে থাকলেও মুশফিককে কাছ থেকেই দেখেছেন তিনি। বাংলাদেশের হয়ে দীর্ঘ সময় ওয়ানডে খেলা এই ক্রিকেটারের বিদায় আবেগাপ্লুত করেছে অ্যালান ডোনাল্ডকেও। সামাজিক যোগাগোগমাধ্যমে দিয়েছেন আবেগঘন বার্তাও।

ইনস্টাগ্রামে অ্যালান ডোনাল্ড লেখেন, আমি আজ সকালেই জানতে পারলাম যে মুশফিক ওয়ানডে থেকে অবসর নিয়েছে। আমি বাংলাদেশ ক্রিকেটে যত দিন কাটিয়েছি, তার সঙ্গে আমার যতটুকু মেশা হয়েছে, উপভোগ করেছি। একজন দুর্দান্ত পেশাদার, যে খেলার সবগুলো বিষয় নিয়ে কঠোর পরিশ্রম করে।

মাঠে মুশফিকের নিবেদন নিয়ে প্রশ্ন ছিল না কখনোই। মুশফিকের ক্যারিয়ারের প্রতিটি সময় ছিল পেশাদারিত্বের অসাধারণ দৃষ্টান্ত। প্রায় ১৯ বছর জাতীয় দলের হয়ে খেলেছেন তিনি। তার অনুশীলন তরুণদের জন্য আদর্শের হতে পারে বলে মনে করছেন ডোনাল্ড।

পোস্টে ডোনাল্ড আরও লেখেন, আমার জন্য ব্যাপারটা হলো আপনি অনুশীলনকে কতটা মূল্য দেন, মুশি এই জায়গায় চূড়ান্ত পেশাদার। যারা কাউকে অনুসরণ করতে চায়, তুমি তাদের জন্য দারুণ একজন। সামনে যা আছে, তার জন্য শুভকামনা রইল।

উল্লেখ্য, ২০০৬ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডেতে অভিষেক হয় মুশফিকের। চ্যাম্পিয়নস ট্রফিতে নিউজিল্যান্ডের বিপক্ষে শেষবারের মতো মাঠে নামেন তিনি। বৃষ্টিতে ভেসে যাওয়ায় পাকিস্তানের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলা হয়নি তার।

/এমএইচআর

Exit mobile version