Site icon Jamuna Television

লন্ডনের বিগ বেন টাওয়ারে টানা ১৬ ঘণ্টা উড়লো ফিলিস্তিনি পতাকা

লন্ডনের আইকনিক বিগ বেন টাওয়ারে ফিলিস্তিনের পতাকা ওড়ালেন এক ব্যক্তি। বিখ্যাত এলিজাবেথ টাওয়ার বেয়ে উঠে প্রতিবাদ জানালেন টানা ১৬ ঘণ্টা।

শনিবার (৮ মার্চ) সকালে ফিলিস্তিনের পতাকা ও ঐতিহ্যবাহী কেফায়া হাতে টাওয়ার বেয়ে ওঠা শুরু করেন তিনি। জুতা খুলে ফেলায় রক্তাক্ত হয়ে পড়ে পা।

সেই অবস্থাতেও ফিলিস্তিনের মুক্তির দাবিতে, ইসরায়েল বিরোধী স্লোগান দিতে থাকেন তিনি। পতাকায় লেখা ছিল ‘বয়কট ইসরায়েল’।

তাকে নামানোর জন্য ক্রেন নিয়ে অভিযান শুরু করে জরুরি বিভাগ। কিন্তু কাউকে কাছে ঘেষতে দিচ্ছিলেন না তিনি। কাছাকাছি এলে আরও ওপরে ওঠার হুমকিও দেন।

১৬ ঘণ্টা পর নিচে নামিয়ে আটক করা হয় তাকে। এ ঘটনার জেরে ওয়েস্টমিনিস্টার ব্রিজ এবং ব্রিটিশ পার্লামেন্ট ভ্রমণ সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়।

/এমএইচ

Exit mobile version