রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নে গ্রাম্য সালিশে দু’গ্রুপের সংঘর্ষে ইউনিয়ন বিএনপি সভাপতি সহ অন্তত ২০জন আহত হয়েছে।
রোববার (৯ মার্চ) দুপুরে ইউনিয়নের বিলটাকাপোড়া ঈদগাহ মাঠে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতদেরকে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, নারুয়ার বিলটাকাপোড়া গ্রামের বাসিন্দা ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর হোসেনের মেয়ের সাথে, একই গ্রামের শরিফুল ইসলামের ছেলে সাব্বির প্রেমের জেরে পালিয়ে বিয়ে করে। সম্প্রতি মেয়ের সাথে দেখা করতে গেলে, ছেলেকে আটকে মারধর করে। এসময় তাকে খেলনা পিস্তলসহ গাছের সাথে বেঁধে রাখা হয়। মীমাংসার জন্য দুপুরে বিলটাকাপোড়া ঈদগাহ মাঠে এক সালিশী বৈঠকে বসলে, দু’গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর হোসেনসহ উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছে।
বালিয়াকান্দি থানার ওসি মোঃ জামাল উদ্দিন বলেন, সালিশের মধ্যে উভয় পক্ষ সংর্ঘষে জড়িয়ে পড়ে। এতে প্রায় ১৫ জনের মত আহত হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
/এএইচএম
Leave a reply