Site icon Jamuna Television

ব্রায়ান লারার রেকর্ডে ভাগ বসালেন রোহিত

ভারতীয় অধিনায়ক টস করতে গিয়েছেন আর টস পর্বে কয়েন তার পক্ষে মাটিতে পড়ে আছে— এই দৃশ্যকে ভুলতে বসেছে ক্রিকেট ভক্তরা। সবশেষ ১৫ ওয়ানডেতে টস পর্বে হেরেছে ভারত। এরমধ্যে রোহিত শর্মা একাই হেরেছেন টানা ১২ বার। বাকি তিনবার মেন ইন ব্লু’দের হয়ে হেরেছেন সুরিয়াকুমার ইয়াদব।

টানা এই টস হারের ফলে সাবেক ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ব্রায়ান লারাকে স্পর্শ করলেন রোহিত। এই ক্যারিবিয়ান কিংবদন্তিও টানা ১২ ম্যাচ টস হেরেছিলেন।

১৯৯৮ সালের অক্টোবর থেকে ১৯৯৯ সালের মে পর্যন্ত টানা ১২ ওয়ানডেতে টসে হেরেছিলেন লারা। এই তালিকায় এতদিন তিনিই ছিলেন চূড়ায়। এখন তার সাথে যৌথভাবে শীর্ষে রোহিত।

উল্লেখ্য, তালিকায় দুইয়ে আছে নেদারল্যান্ডস অধিনায়ক পিটার বোরোন। টানা ১১ ম্যাচে তার পক্ষে কথা বলেনি টস কয়েন। ২০১১ সালের মার্চ থেকে ২০১৩ সালের আগস্ট পর্যন্ত একটানা টসে হেরেছিলেন সাবেক এই ডাচ অধিনায়ক।

/এমএইচআর

Exit mobile version