Site icon Jamuna Television

ক্ষমতার অপব্যবহারে জড়িত বিচারকদের খুঁজতে ৪ সদস্যের কমিটি

আওয়ামী লীগ সরকারের সময় ঘুষ, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারে জড়িত বিচারকদের খুঁজতে, ৪ সদস্যের কমিটি গঠন করেছে আইন মন্ত্রণালয়।

একজন যুগ্ম সচিবের নেতৃত্বে চার সদস্যের এই কমিটিতে একজন উপসচিব ও দু’জন সিনিয়র সহকারী সচিব রয়েছেন। বিগত সরকারের আমলে সুবিধাভোগী বিচারকদের বিরুদ্ধে ঘুষ-দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ খতিয়ে দেখছে এই কমিটি।

এছাড়া বিচার বিভাগীয় কর্মকর্তাদের সম্পদের হিসাব যাচাই-বাছাইয়েও কাজ করছেন তারা। এরই মধ্যে আইন মন্ত্রণালয়ের সাবেক যুগ্ম সচিব বিকাশ কুমার সাহা, ঢাকার সাবেক মুখ্য মহানগর হাকিম রেজাউল করিম এবং সাবেক অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মোহাম্মদ আসাদুজ্জামান নূরকে শোকজ করেছে মন্ত্রণালয়। অভিযোগের বিষয়ে ১৫ দিনে মধ্যে জবাব দিতে বলা হয়েছে।

/এএইচএম

Exit mobile version