Site icon Jamuna Television

ধর্ষণের একমাত্র শাস্তি ফাঁসি প্রকাশ্যে কার্যকরের দাবিতে রংপুরে মশাল মিছিল

সিনিয়র করেসপনডেন্ট, রংপুর

ধর্ষণের একমাত্র শাস্তি ফাঁসি প্রকাশ্যে কার্যকরের দাবিতে মশাল মিছিল এবং সমাবেশ করেছে ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে রংপুরের সর্বস্তরের ছাত্র-জনতা।

রোববার (৯ মার্চ) রাত সাড়ে ৭টায় নগরীর টাউন হলের সামন থেকে মিছিলটি বের হয়। পরে সিটি ভবন, সুপার মার্কেট মোড় ও পায়রা চত্বর প্রেসক্লাব হয়ে মিছিল জাহাজ কোম্পানি মোড়ে যায়। এসময় তারা ধর্ষণ বিরোধী বিভিন্ন স্লোগান দেয়। পরে জাহাজ কোম্পানি মোড়ে সমাবেশ করে তারা।

সমাবেশে বক্তারা বলেন, ধর্ষণেরে একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড প্রকাশ্যে কার্যকর করতে হবে। এসময় সাম্প্রতিক ঘটে যাওয়া অন্যান্য ধর্ষণকারীদের গ্রেফতার করে শাস্তি নিশ্চিত করার দাবি করেন তারা।

একই দাবিতে বিকেলে কারমাইকেল কলেজ এবং দুপুরে রংপুর মেডিকেল কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ করে শিক্ষার্থীরা।

/এসআইএন

Exit mobile version