
দাবানলে পুড়ছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের লং আইল্যান্ড। বেশ কয়েকটি জায়গায় বিচ্ছিন্নভাবে জ্বলছে আগুন।
শনিবার (৭ মার্চ) দুপুর থেকে লং আইল্যান্ডের বনাঞ্চলে আগুন ছড়ায় বলে জানিয়েছে স্থানীয় সরকার। মুহূর্তেই আকাশ ছেয়ে যায় ঘন কালো ধোঁয়ায়। কমপক্ষে ৩ কিলোমিটার পর্যন্ত ছড়িয়ে পড়ে আগুনের শিখা।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, জরুরি অবস্থা জারি করেছে কর্তৃপক্ষ। বাসিন্দাদের নিরাপদে সরে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে। অবস্থা সামাল দিতে কাজ করছে নিরাপত্তা বাহিনী। এরইমাঝে শহরটিরতে প্রবেশের মূল সড়ক বন্ধ করা হয়েছে।
/এএম
 
 
				
				
				 
 
				
				
			


Leave a reply