Site icon Jamuna Television

গাজায় যুদ্ধবিরতির আলোচনায় কাতার যাচ্ছেন উইটকফ

গাজায় যুদ্ধবিরতির আলোচনায় অংশ নিতে কাতার যেতে পারেন যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ।

সংশ্লিষ্ট দুই কর্মকর্তার বরাতে রোববার (৯ মার্চ) এই তথ্য প্রকাশ করেছে মার্কিন গণমাধ্যম এক্সিওস।

এর আগে ইসরায়েল জানায়, যুদ্ধবিরতি আলোচনার জন্য সোমবার (১০ মার্চ) কাতারের রাজধানী দোহায় প্রতিনিধি দল পাঠাচ্ছে দেশটি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপের মেয়াদ রমজান পর্যন্ত বাড়াতে তৎপর।

যদিও তাদের এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে হামাস। ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠীটি চায়, পূর্বনির্ধারিত শর্ত অনুযায়ী দ্বিতীয় ধাপের আলোচনা শুরু করতে।

/এএম

Exit mobile version