Site icon Jamuna Television

প্রিমিয়ার লিগ: চেলসির জয়ের রাতে ম্যান ইউনাইটেড-আর্সেনালের ড্র

ইংলিশ প্রিমিয়ার লিগে পিছিয়ে পড়েও ম্যানচেস্টার ইউনাইটেডের মাঠ থেকে পয়েন্ট নিয়ে ফিরেছে আর্সেনাল। তবে শিরোপার দৌড়ে পিছিয়ে গেলো গানাররা। অপরদিকে, লেস্টার সিটিকে হারিয়ে জয় তুলে নিয়েছে চেলসি।

রোববার (৯ মার্চ) দিবাগত রাতে মাঠে গড়ায় প্রিমিয়ার লিগের একাধিক ম্যাচ।

ওল্ড ট্রাফোর্ডে প্রথমার্ধের যোগ করা অতিরিক্ত সময়ে ডি-বক্সের বাইরে থেকে বাঁকানো ফ্রি কিকে বল জালে পাঠান ইউনাইটেড ফরোয়ার্ড ব্রুনো ফার্নান্দেস। লিড নিয়ে বিরতিতে যায় স্বাগতিকরা।

দ্বিতীয়ার্ধেও আর্সেনালের ওপর চড়াও হয় রেড ডেভিলসরা। তবে ৭৪ মিনিটে ডেকলান রাইসের শট পোস্টে লেগে জালে জড়ালে সমতায় ফেরে আর্সেনাল। এরপর বাকি সময়ে দুই দলের কেউই আর গোলের দেখা না পেলে ইউনাইটেডের মাঠে হার এড়ায় মিকেল আর্তেতার শিষ্যরা।

শীর্ষে থাকা লিভারপুলের চেয়ে এক ম্যাচ কম খেলে ১৫ পয়েন্ট পেছনে থেকে টেবিলের দুইয়ে অবস্থান আর্সেনালের।

লিগের আরেক ম্যাচে লেস্টার সিটিকে ১-০ গোলে হারিয়েছে চেলসি। মার্ক কুক্কুরেলার একমাত্র গোলে জয় তুলে নেয় এনজো মারেস্কার দল। আক্রমণ-পালটা আক্রমণের পরেও এদিন স্টাম্পফোর্ড ব্রিজে প্রথমার্ধে গোলের দেখা পায়নি কোনো দল।

তবে, দ্বিতীয়ার্ধে ৬০ মিনিটে শেষ হয় চেলসির অপেক্ষার প্রহর। এনজো ফার্নান্দেজের অ্যাসিস্ট থেকে স্প্যানিশ ডিফেন্ডার কুক্কুরেলার গোলে লিড নেয় চেলসি। একমাত্র গোলে কষ্টার্জিত জয় পায় নীল জার্সিধারীরা।

এই জয়ে ম্যানচেস্টার সিটিকে পিছনে ফেলে সেরা চারে উঠেছে চেলসি। ২৮ ম্যাচে ৪৯ পয়েন্ট এখন ব্লুজদের।

/এমএইচআর

Exit mobile version