Site icon Jamuna Television

আইএসআই এজেন্টের সাথে ফোনালাপ: খন্দকার মোশাররফের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফের সাথে আইএসআই এজেন্ট মেহমুদের ফোনালাপকে নির্বাচন বিরোধী ষড়যন্ত্র উল্লেখ করে দাউদকান্দি থানায় রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ করেছেন দাউদকান্দি উপজেলা চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন।

অভিযোগ পত্র থেকে জানা যায়, ড. খন্দকার মোশাররফ হোসেন তার ব্যবহৃত মোবাইল ফোনে দুবাই অবস্থানরত পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই এজেন্ট মেহমুদের এর সাথে বাংলাদেশের নির্বাচন নিয়ে কথা বলেন যা ১১ তারিখ এশিয়ান ট্রিবিউন এ প্রকাশিত হয়। এবং ডিবিসি নিউজ থেকে প্রাপ্ত অডিও থেকে জানা যায়, খন্দকার মোশররফ বাংলাদেশের সংসদ নির্বাচন নিয়ে বিভিন্ন ষড়যন্ত্র করেন। এরকম আলোচনা করে খন্দকার মোশররফ রাষ্ট্রদ্রোহী অপরাধ করেছেন।

বাদী মোহাম্মদ আলী সুমন অভিযোগ পত্র উল্লেখ করেন, রাষ্ট্রের সার্বভৌমত্বের বিরুদ্ধে বিদেশি গোয়েন্দা সংস্থার সাথে ষড়যন্ত্রের কারণে খন্দকার মোশাররফ হোসেন বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়েছে।

Exit mobile version