Site icon Jamuna Television

ফ্লাইটে বোমা হামলার হুমকি, উড্ডয়নের ৮ ঘণ্টা পর ফিরে এলো এয়ার ইন্ডিয়া

এয়ার ইন্ডিয়ার একটি বিমান যুক্তরাষ্ট্র যাওয়ার সময় উড্ডয়নের আট ঘণ্টা পর ফিরে এসেছে। বিমানটির ক্রুরা ‌বোমা হামলার হুমকি পাওয়ার পর সেটি গতিপথ পরিবর্তন করে মুম্বাইতে ফিরে আসে। পরে এটি গুজব বলে জানা যায়। খবর হিন্দুস্তান টাইমসের।

এর আগে, গত বছরের শেষদিকে ভারতের বিভিন্ন ফ্লাইটে এভাবে বোমা হামলার হুমকি আসতে থাকে। পরে জানা যায় সব হামলাই ভুয়া। তবুও কার্যকর ব্যবস্থা নিতে বাধ্য হয় কর্তৃপক্ষ। এই হুমকি বন্ধ করতে পারছে না তারা।

সোমবার (১০ মার্চ) স্থানীয় সময় রাত ২টায় মুম্বাই এয়ারপোর্ট থেকে নিউইয়র্কের উদ্দেশে যাত্রা শুরু করে ভারতীয় বিমান সংস্থার বোয়িং ট্রিপল সেভেন মডেলের বিমানটি। ৩ শ’র বেশি যাত্রী নিয়ে সকাল সাড়ে ১০টায় আবারও মুম্বাই এয়ারপোর্টে ফিরে আসে এটি।

এদিকে এয়ার ইন্ডিয়া এক বিবৃতিতে জানিয়েছে, সম্ভাব্য নিরাপত্তা হুমকি পাওয়ার পর মুম্বাইতে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়া হয়। যাত্রীদের থাকার ব্যবস্থা, খাবার ও অন্যান্য সহায়তা দেয়া হয়েছে বলেও জানানো হয়।

/এএম

Exit mobile version