Site icon Jamuna Television

রাষ্ট্রপতির শাসন জারির পর আবারও উত্তপ্ত মণিপুর, সংঘর্ষে নিহত ১

রাষ্ট্রপতির শাসন জারির পর আবারও উত্তপ্ত ভারতীয় রাজ্য মণিপুর। উপজাতি অধ্যুষিত পার্বত্য অঞ্চলে কুকি-জো সম্প্রদায়ের ডাকে রোববার (৯ মার্চ) থেকে চলছে অনির্দিষ্টকালের ধর্মঘট।

যা ঘিরে সহিংসতা ছড়িয়েছে রাজ্যের বিভিন্ন স্থানে। কাংপোকপি জেলায় পুলিশের সঙ্গে কুকি বিক্ষোভকারীদের সংঘর্ষে প্রাণ হারিয়েছেন একজন। আহত হয়েছেন অন্তত ৪০ জন, যাদের মধ্যে রয়েছেন পুলিশ সদস্য ও একাধিক নারী। খবর টাইমস অব ইন্ডিয়ার।

পরিস্থিতি নিয়ন্ত্রণে সহিংসতাপ্রবণ এলাকাগুলোয় মোতায়েন করা হয়েছে বাড়তি সেনা। ৪৮ ঘণ্টার অভিযানে আটক করা হয়েছে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর কমপক্ষে ১৭ জনকে।

উল্লেখ্য, গত মাসে মুখ্যমন্ত্রী বিরেন সিংয়ের পদত্যাগের পর রাষ্ট্রপতি শাসন জারি করা হয় মণিপুরে। কেন্দ্রের হাতে চলে যায় রাজ্য প্রশাসন। জাতিগত সহিংসতায় বিগত দেড় বছর ধরে উত্তপ্ত পূর্বাঞ্চলীয় রাজ্যটি। এ পর্যন্ত প্রাণ হারিয়েছে অন্তত আড়াইশ’ মানুষ।

/এএম

Exit mobile version