Site icon Jamuna Television

ফেসবুকের প্রধান কার্যালয়ে বোমাতঙ্ক

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের প্রধান কার্যালয়ে বোমা হামলার হুমকি দেয়া হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার রাতে এ হুমকি দেয়া হয় বলে নিশ্চিত করে কর্তৃপক্ষ।

পুলিশ জানায়, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মেনলো পার্কে অবস্থিত প্রধান কার্যালয়ে বোমা হামলা করা হবে বলে পুলিশের কাছে বেনামি চিঠি আসে। হুমকির পরপরেই তল্লাশি অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনীর বোমা নিষ্ক্রিয়করণ দল (বোম ডিসপোজাল ইউনিট) । খালি করে ফেলা হয় সম্পূর্ন ভবন। এছাড়াও বন্ধ রাখা হয় যানবাহন ও পথচারী চলাচল। সম্পূর্ন ভবন পরীক্ষা করে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছে পুলিশ।

এর আগে চলতি বছরের মে মাসে সান ফ্রান্সিসকোতে আরেকটি সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউবের প্রধান কার্যালয়ে হামলা চালায় এক নারী। এতে আহত হন অন্তত ৩ জন।

যমুনা অনলাইন: আরএম

Exit mobile version