Site icon Jamuna Television

কক্সবাজারে মার্কিন নাগরিককে শ্লীলতাহানির অভিযোগে যুবক গ্রেফতার

স্টাফ করেসপনডেন্ট, কক্সবাজার:

কক্সবাজারে মার্কিন নাগরিককে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। সোমবার (১০ মার্চ) বিকেলে পৌরসভার ঝাউতলা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার যুবক হলেন, মুহাম্মদ তারেক ওরফে সুইচ্চা তারেক (২৪)। তিনি মোহাজের পাড়ার বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার পুলিশ সুপার সাইফুদ্দীন শাহীন। তিনি জানান, সকাল ১০ টার দিকে একজন মার্কিন নারী হাঁটতে বের হলে পেছন থেকে তারেক নামের যুবক তাকে শ্লীলতাহানির চেষ্টা করে। পরে ওই মার্কিন নাগরিক পুলিশকে বিষয়টি অবগত করলে অভিযানে নামে পুলিশ।

পুলিশ সুপার আরও জানান, বিকেলে ৪টার দিকে অভিযুক্ত যুবক পৌরসভার ঝাউতলা থেকে আটক করা সম্ভব হয়। পরে তাকে ওই নারীর মুখোমুখি করে শনাক্তের পর মামলা করে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

/এসআইএন

Exit mobile version