Site icon Jamuna Television

ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঢাবি সাদা দলের মানববন্ধন

নারীদের নিরাপত্তা দিতে না পারা সরকারের জন্য লজ্জার বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দলের আহ্বায়ক মোর্শেদ হাসান খান। ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানান তিনি।

মঙ্গলবার (১১ মার্চ) সকালে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাদা দলের মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় যুগ্ম আহ্বায়ক অধ্যাপক আব্দুস সালাম বলেন, নারীর পোশাক নিয়ে কথা উঠবে এমনটা চাই না; সবাই নিজের পছন্দমতো পোশাক পরবে সেটি নিশ্চিত করতে হবে।

সাবেক আহ্বায়ক অধ্যাপক লুৎফর রহমান খান বলেন, ঢাবি শিক্ষার্থীকে পোশাকের কারণে লাঞ্ছনাকারীর বিরুদ্ধে অবিলম্বে আইনগত ব্যবস্থা নেয়া হোক। এসময়, ধর্ষকদের দ্রুত বিচারে আইন সংশোধনের আহ্বানও জানান বক্তারা।

/এএইচএম

Exit mobile version